বাংলাদেশ সেনাবাহিনীর অবসারপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা হত্যাকাণ্ডে প্রধান আসামী ওসি প্রদ্বীপ কুমারকে যখন জিজ্ঞাসাবাদ চলছে তখন অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকার তথ্য।
এই মর্মান্তিক ঘটনার সাথে চলচ্চিত্রের খলনায়ক ইলিয়াস কোবরা’র সংশ্লিষ্টতার তথ্য বেরিয়ে এসেছে।
তথ্যে জানা যায়, হত্যাকাণ্ড বাহারছড়া সংলগ্ন মারিসঘোণা এলাকাতেই বসবাস করেন চলচ্চিত্রের ফাইটিং গ্রুপ পরিচালনাকারী ইলিয়াস কোবরা।
হঠাৎ তার টেলিফোনে করা আমন্ত্রণ পুরোপুরি এড়িয়ে যেতে পারেননি মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
পরিকল্পনার অংশ হিসেবে চলচ্চিত্রের ফাইটিং গ্রুপের পরিচালক ইলিয়াস কোবরাকে দায়িত্ব দেওয়া হয়।
আদিখেয়তার নামে নানা কৌশলে সন্ধ্যা পর্যন্ত মেজর সিনহাকে তার নিভৃত পাহাড়ি গ্রামে আটকে রাখার।
ক্রসফায়ারের তালিকায় নাম থাকার গুজব ছড়িয়ে অসংখ্য মানুষকে গোপনে ওসি প্রদ্বীপের সঙ্গে সমঝোতা করিয়ে দেওয়ার বেশ নাম ডাক রয়েছে বলে অভিযোগ কোবরার বিরুদ্ধে।
মারিসঘোণায় নিজের বাগানবাড়ি ঘুরিয়ে দেখার নামে ইলিয়াস কোবরা সেদিন বিকেল সাড়ে চারটা থেকে রাত আটটা পর্যন্ত নির্জন পাহাড়েই নিজ হেফাজতে রেখেছিলেন মেজর সিনহাকে।
এ সময়ের মধ্যে মেজরের অবস্থান, কতক্ষণ পর কোন রাস্তায় কোথায় যাবেন সেসব তথ্য জানিয়ে ইলিয়াস কোবরা নয়টি এসএমএস পাঠান ওসি প্রদ্বীপকে।
এমন খবর পেয়ে গণমাধ্যমে চলে আসলে সূত্রের বরাত দিয়ে খলনায়ক ইলিয়াস কোবরার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি লেখাপড়া জানি না এসএমএস তো দূরে কথা।
এ সব তথ্য গুজব ভিত্তিহীন ও বানোয়াট।
আমার সম্মানহানি করার জন্য এমন খবর রটানো হচ্ছে। এ ব্যাপারে আমি কিছুই জানি না।
উল্লেখ্য যে,১৯৮৭ ইং সালে সোহেল রানা পরিচালিত 'মারকষা' ছায়াছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে ইলিয়াস কোবরার অভিষেক ঘটে চলচ্চিত্র অঙ্গনে।
চলচ্চিত্রে আসার আগে তিনি মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্র প্রশিক্ষক হিসাবে পরিচালনা করতেন।
আসল নাম---ইলিয়াস কোবরা।
জন্ম---২০ জানুয়ারি,১৯৬১ ইং।
জন্মস্থান ---বাহারছড়া, টেকনাফ, চট্টগ্রাম।
আদি আদি নিবাস---কক্সবাজার।
পেশা---অভিনেতা।
কর্মজীবন---১৯৮৭।
তিনি সাড়ে পাঁচ'শ এর উপরে চলচ্চিত্রে অভিনয় করেছেন।
তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য:-
মারকষা (১৯৮৭)
ওয়ান্টেড (২০১১)
হৃদয় ভাঙ্গা ঢেউ (২০১১)
ভালোবেসে মরতে পারি (২০১০)
আমার মা আমার অহংকার (২০১০)
এভাবেই ভালোবাসা হয় (২০১০)
হায় প্রেম হায় ভালোবাসা (২০১০)
আমার স্বপ্ন আমার সংসার (২০১০)
ভালোবাসার লাল গোলাপ (২০০৯)
ঠেকাও আন্দোলন (২০০৯)
কে আমি (২০০৯)
আইনের হাতে গ্রেফতার (২০০৯)
কাজের মানুষ (২০০৯)
এ চোখে শুধু তুমি (২০০৮)
অপরাধী সন্তান (২০০৮)
প্রেমের বাধা (২০০৮)
বুলেট (২০০৭)
রক্ত পিপাসা (২০০৭)
আমি বাঁচতে চাই (২০০৭)
জবাব দে (২০০৬)
চাচ্চু
দাদীমা (২০০৬)
আগুন আমার নাম (২০০৫)
বাংলার বাঘ (২০০৫)
ভাইয়ের শত্রু ভাই (২০০৪)
মহিলা হোস্টেল (২০০৪)
জীবনের গ্যারান্টি নাই (২০০৪)
ভণ্ড নেতা (২০০৪)
টপ সম্রাট (২০০৩)
কঠিন সীমার (২০০৩)
মাস্তানের উপর মাস্তান (২০০২)
মেজর সাহেব (২০০২)
চেয়ারম্যান (২০০১)
লণ্ড ভণ্ড (২০০০)
মরণ কামড় (১৯৯৯)
মগের মুল্লুক (১৯৯৯)
ভন্ড (১৯৯৮)
ঘৃণা (১৯৯৪)
বিজ্ঞান ও প্রযুক্তি টিউটোরিয়াল পেতে এখানে ক্লিক্ করুন।
একটি মন্তব্য পোস্ট করুন