উচ্চমাধ্যমিকে ভর্তির তারিখ ঘোষিত

উচ্চমাধ্যমিকে ভর্তির তারিখ ঘোষিত



একাদশ শ্রেণীতে ভর্তি
Pic-HSC admition


এ বারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক  শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে,  আগামী ৯ আগস্ট,২০২০ ইং থেকে ১৫ সেপ্টেম্বর,২০২০ ইং পর্যন্ত এই কার্যক্রম চলবে।


শিক্ষামন্ত্রণায়ের ঘোষণা



শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির সভাপতিত্বে এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


 শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের গণমাধ্যমকে এ তথ্য দিয়ে নিশ্চিত করেছেন।




আবুল খায়ের জানান, আগামী ৯ আগস্ট থেকে শুরু করে  ১৫ সেপ্টেম্বর পর্যন্ত  এসএসসি উত্তীর্ণদের উচ্চমাধ্যমিক  শ্রেণিতে ভর্তির কার্যক্রম চলবে।

ভর্তির যাবতীয় তথ্য শিক্ষা বোর্ডর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।




এ বছর ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে এসএসসি পরীক্ষা শেষ হয় ৫ মার্চ।
আর এই পরীক্ষায ৮ হাজার ৮৮৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৯টি সাধারণ বোর্ডের অধীনে এসএসসিতে ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে।


 তাছাড়াও দাখিলে ২ লাখ ৮১ হাজার ২৫৪ জন এবং এসএসসি ভোকেশনালে ১ লাখ ৩১ হাজার ২৮৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে।




শিক্ষামন্ত্রীর ঘোষণা
 শ



গত কয়েক বছর ধরেই এসএসসি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল ঘোষণা করা হলেও
 এ বছর করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে সব হিসাব পাল্টে দিয়েছে।




শেষ পর্যন্ত গত ৩১ মে এই পরীক্ষার ফল ঘোষণা করা হয়।
এতে  এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে পাসের হার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ।



 এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৭৫ শতাংশ।

অপরদিকে মাদরাসা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৫১ শতাংশ ও কারিগরি শিক্ষা বোর্ডে ৭২ দশমিক ৭০ শতাংশ।




এদিকে, করোনাভাইরাস পরিস্থিতিতে ১৭ মার্চ থেকে সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।


এখনো সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধই রয়েছে।
শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে বলা হচ্ছিল, শিক্ষা প্রতিষ্ঠান খুললে দুই সপ্তাহের মধ্যেই উচ্চমাধ্যমিক  শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা করা যাবে।



এদিকে, আগামী ৬ আগস্ট পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা আছে।

 সে হিসাবে অনুযায়ী  ধারণা করা হচ্ছিল, আগস্টের তৃতীয় সপ্তাহের আগে উচ্চমাধ্যমিক পর্যায়ে ভর্তি কার্যক্রম শুরু হবে না।



তবে শেষ পর্যন্ত ঐ  বৈঠকে ৯ আগস্ট থেকে এই ভর্তি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে।

এর আগে, গত বছর ৬ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করা হয়।



এরপর ১২ মে শুরু হয়  উচ্চমাধ্যমিক  শ্রেণিতে ভর্তি কার্যক্রম, অনলাইনে আবেদন নেওয়া হয় ২৩ মে পর্যন্ত।
এই সময়ের মধ্যে অবশ্য ভর্তি কার্যক্রম শেষ করা সম্ভব হয়নি।


পরে দফায় দফায় অনলাইনে আবেদনের সুযোগ বাড়ানো হয়েছে।
এমনকি ১ জুলাই সারাদেশে উচ্চমাধ্যমিক  শ্রেণির পাঠদান শুরু হলেও অনেক শিক্ষার্থী তখনো ভর্তি হতে পারেনি।



তাদের জন্য ফের ভর্তির সুযোগ উন্মুক্ত করা হয় জুলাই মাসেও।

নতুন নতুন মোবাইল টিউটোরিয়াল পেতে এখানে ক্লিক করুন।

Post a Comment

নবীনতর পূর্বতন