হাওর-পুকুরের কোটি টাকার মাছ বন্যার পানিতে ভেসে গেছে

হাওর-পুকুরের কোটি টাকার মাছ বন্যার পানিতে ভেসে গেছে


দেশের বন্যায় ক্ষয়-ক্ষতি

 গত কয়েকদিনের বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা বন্যার পানিতে হাওর ও বিলের পানি পুকুরের সঙ্গে মিশে  ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে।




এতে প্রায় কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় মৎস্য চাষিরা।



নাসির নগর উপজেলার কুন্ডা ইউনিয়নের বেড়িবাঁধ ঘেঁষা অন্তত ৭০টি পুকুরের মাছ ভেসে যাওয়ার কারণে পথে বসার উপক্রম হয়েছে সেখানকার মৎস্য চাষিদেরা।

বন্যার খবর



কুন্ডা গ্রামের থাকা ১৪টি পুকুরের মালিক ডায়মন্ড মিয়া বলেন,
 ‘আমার সবকটি পুকুরের পানি এক রাতে হাওরের সঙ্গে মিশে গেছে।



তাছাড়া একাধিক পুকুরের পাড় ভেঙে বিক্রয়যোগ্য মাছ ভেসে গেছে।
এতে করে আমার ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’




ব্যাংক ঋণ নিয়ে এখন টাকা পরিশোধের দুশ্চিন্তায় পড়েছেন এই মৎস্য চাষিরা।

তিনি বলেন, ‘সরকারি সহায়তা না পেলে আমাদের পথে বসতে হবে।’



আমাদের মতো যারা ঋণ নিয়ে মৎস্য চাষ করেছে,তাদের মাথায় হাত,দুঃচিন্তার শেষ সেই।

একই এলাকার আকাশিয়া এগ্রো ফার্মসহ একাধিক মৎস্য প্রকল্পের মালিকরা জানান,
জেলার তিতাস নদসহ অন্যান্য নদী, খাল, বিল ও হাওরের পানি প্রতিদিনই বাড়ছ।




এভাবে পানি বৃদ্ধি পেতে থাকলে আগামী ২-৩ দিনে আরও ৫০-৬০টি পুকুর তলিয়ে মাছ ভেসে যাওয়ার আশঙ্কা আছে।


সরেজমিন কুন্ডা বেড়িবাঁধ এলাকায় গিয়ে স্থানীয় মৎস্যচাষিদের পুকুরের মাছ রক্ষায় জাল ও বেড়া দিতে দেখা গেছে।



এ ব্যাপারে জানতে চাইলে নাসিরনগর উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার বলেন,
 ‘বৃষ্টি ও ঢলের পানিতে কিছু পুকুর ও ঘেরের মাছ হাওর কিংবা বিলে ভেসে গেছে বলে খবর পেয়েছি।




এসব ক্ষতিগ্রস্ত পুকুরের তালিকা করা হচ্ছে।
এরপর ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে।’

তাছাড়া এসব ক্ষতিগ্রস্তদের সরকারি কোন সুযোগ সুবিধা থাকলে, তা প্রদান করা হবে,তিনি জানান।









Post a Comment

নবীনতর পূর্বতন