বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন-ভাতার ছেক ছাড়

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন-ভাতার ছেক ছাড়


জুলাই মাসের বেতনের চেক ছাড়


বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের জুলাই/২০২০ ইং মাসের এমপিওর চেক ছাড় হয়েছে।




 বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক মো. রুহুল মমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।




বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ছাড় দেয়া হয়েছে।


৮টি চেকের মাধ্যমে এ অর্থ অনুদান বণ্টনকারী অগ্রণী, রুপালী ব্যাংকের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।




আগামী ১০ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে জুলাইয়ের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।


অন্যদিকে, চলতি মাসের মাঝামাঝি সময়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদের উৎসব ভাতা প্রদান করা হয়েছে।



এ বাবদ শিক্ষকরা বেতনের ২৫ শতাংশ ও কর্মচারীরা ৫০ শতাংশ উৎসব ভাতা পেয়েছেন।
বর্তমানে ঈদের ছুটি থাকায় মাস শেষ হওয়ার আগেই জুলাইয়ের বেতন ছাড় দেয়া হয়েছে।




তাছাড়া নতুন এমপিওভুক্ত হওয়া ৪ হাজার ৯২০ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে স্কুলের ৩ হাজার ১৯৯ জন এবং কলেজের ১ হাজার ৭২১ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।




শিক্ষক-কর্মচারীরা ২০১৯ খ্রিষ্টাব্দের জুলাই থেকে এপ্রিল মাস পর্যন্ত বকেয়া বেতন পেয়েছেন।
আর গত আগস্টে অনুষ্ঠিত ঈদুল আযহা আর গত ২৫ মে অনুষ্ঠিত ঈদুল ফিতরের ঈদ বোনাস পেয়েছেন শিক্ষকরা।

এছাড়া গত এপ্রিল মাসে দেয়া বৈশাখী ভাতা বাবদ টাকা তারা পেয়েছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন