দুর্বৃত্তের হামলায় ইউএনও ওয়াহিদার ডান অংশ প্যারালা’ইজড

দুর্বৃত্তের হামলায় ইউএনও ওয়াহিদার ডান অংশ প্যারালা’ইজড


ইউএনও ওয়াহিদার দুর্বৃত্তের হামলার শিকার
ছবি-ইউএনও ওয়াহিদা


দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়া’হিদা খা’নমের শরী’রের ডা’ন অংশ প্যারালাইজড হয়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন । 




ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউ’রো সা’য়েন্সে’স অ্যা’ন্ড হসপি’টালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল হক সন্ধ্যায় বলেন,
‘ইউএনওর আ’ঘাত অত্য’ন্ত গু’রুতর। 




মাথা’র খু’লির হা’ড় ভে’ঙে মস্তি’ষ্কে ঢুকে গেছে। মস্তি’ষ্কে র’ক্ত’ক্ষ’রণ হয়েছে।


উনার শরী’রের ডান অংশ প্যারা’লাই’জড হয়ে গেছে।’
ওয়াহিদার সর্বশেষ অব’স্থার কথা জানিয়ে তিনি বলেন, ‘মা’থার ভেতরে বাইরে দুদিকেই র’ক্তক্ষ’রণ হয়েছে।





যখন তাকে আমরা পাই তখন অবস্থা আরও গু’রুতর ছিল।

তাকে প্রয়োজনীয় স্যালা’ইন দেওয়া যাচ্ছিল না। তার গলা’র শি’রায় স্যালা’ইন দেওয়া হয়েছে।



উনার অবস্থা আশ’ঙ্কাজন’ক। কোনো অবস্থাতেই তাকে আ’শঙ্কামু’ক্ত বলার সুযোগ নেই। 

এ ধরনের রোগীদের ক্ষেত্রে ৭২ ঘণ্টা বা ৯৬ ঘণ্টা না যাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যায় না। 
যেকোনো পরিস্থিতির জন্য সবসময় প্রস্তুত থাকতে হয়।’




উল্লেখ্য যে,গত বুধবার (২ সেপ্টেম্বর) মধ্যরাতে ঘোড়াঘাটে সরকারি বাসায় হাম’লার শি’কার হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা।



তারপর তাকে ও তার বাবাকে রং’পুর মেডিকেল কলেজ হাসপা’তালে ভ’র্তি করা হয়। 


সেখানে তার বাবা চি’কিৎ’সাধীন আছেন। 
কিন্তু ইউএনওর অবস্থার অব’নতি হওয়ায় দুপুরে রংপুর ক্যান্টনমেন্ট থেকে এয়ার অ্যাম্বুলে’ন্সে করে ঢাকায় নেয়া হয়েছে।





পরে তাকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ মাহমুদ বলেন, বুধবার রাতের কোনও একটা সময় হাম’লা হয়েছে। 



ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।
ঘোড়াঘাট থানার ওসি বলেছেন, ইউএনওর বাসার সিসি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
দো’ষীদের শনাক্ত করা হবে।

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন