ছবি-আল্লামা শফীর জানাজা |
দেশের শীর্ষ স্থানীয় কওমী আলেম ও বাংলাদেশের ইসলামী দল হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীর নামাজে জা’নাজা সম্পন্ন হয়েছে।
আজ দুপুর ২টার দিকে তার জা’নাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় ইমামতি করেন তার ছেলে মাওলানা মোহাম্মদ ইউসূফ।
জানা’জা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে বাংলাদেশের জ্যেষ্ঠ আলেম ও এই নেতাকে।
এর আগে জা’নাজায় অংশ নিতে চট্টগ্রামের হাটহাজারীতে লক্ষ লক্ষ সমাগম। শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের ঢল নামে ঐ জানাজায়।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলার চার উপজেলায় কাজ করছে ১০ প্লাটুন বিজিবি ও ৭ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন টহল দিচ্ছে এবং তারা সর্বত্র কড়া নিরাপত্তার জাল তৈরি করে রেখেছে।
হেফাজত আমীর ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সাবেক সভাপতি আল্লামা আহমদ শফীর জা’না’জায় অংশ নিতে লাখো মানুষের ঢল নামে হাটহাজারির দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা এলাকায়।
শনিবার ভোর থেকেই চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী,সাতকানিয়া ও পটিয়াসহ নানা উপজেলা থেকে আসতে থাকেন তার অনুসারীরা।
একত্রে হয়েছেন ঢাকা, রাজশাহী ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা লাখো মানুষ।
আহমদ শফীর মৃ’ত্যু ও জানাযাকে কেন্দ্র করে অপ্রী’তি’কর পরিস্থিতি এড়াতে শুক্রবার রাত থেকেই সতর্ক অবস্থানে যায় প্রশাসন ও তাদের সজাগ সৈন্যরা।
আইনশৃঙ্খলা রক্ষায় ৪ উপজেলায় ১০ প্লাটুন বিজিবি ও ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
হৃদরোগসহ বার্ধক্যজনিত না’না জটিল রোগে ভুগছিলেন ১০৪ বছর বয়সী হেফাজতে ইসলামের আমীর আহমদ শফী।
গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আজগর আলী হাসপাতালে তিনি পরলোক গমণ করেন।
দীর্ঘদিন ধরেই অসু’স্থ আহমদ শফীকে বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেলে ভ’র্তি করা হয়।
শারিরি’ক অব’স্থার অবন’তি হলে শুক্রবার বিকেলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়।
পরে সন্ধ্যায় মারা যান কওমি মাদ্রাসাগুলোর মধ্যে সবচেয়ে পুরনো মাদ্রাসা হিসেবে পরিচিত চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার সাবেক এই মহাপরিচালক।
Very fine
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন