ছবি-জম্মু-কাশ্মীর |
Channel-N Bangla news এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি একরাশ প্রীতি,শুভেচ্ছা ও অভিনন্দন।
এই পৃথিবীর সকল মানুষ সুন্দর ও সুশ্রীর পূজারি। কে না দেখতে চায়, জানতে চায় পৃথিবীর সুন্দর সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য।
তো বন্ধুরা Channel-N Bangla News-এর আজকের এপিসোডে যা নিয়ে আলোচনা করতে চলেছি-
বিশ্বের সপ্ত আচ্যর্যের একটি স্থান হলো জম্মু-কাশ্মীর।
এটি পৃথিবীর মুসলমানদের দৃষ্টিতে জান্নাত।
আর সকলের দৃষ্টিতে একে ভূ-স্বর্গ বলা হয়।
এ সম্পর্কে সবার জানা বা দেখার আগ্রহটা অনেক বেশী।
কারন কাশ্মীরের সৌন্দর্য ও প্রাকৃতিক পরিবেশ মনোমুগ্ধকর।
জম্মু-কাশ্মীর হলো ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল,যা এতোদিন স্বতন্ত্র রাজ্য ছিল। কিন্তু এই অঞ্চলটি হিমাচল পর্বত অঞ্চলে অবস্থিত।
কাশ্মীর রাজ্যটির আয়তন ২,২৬,৭৩৬ বর্গকিলোমিটার।
একে নিয়ন্ত্রণ করে মাত্র তিনটি দেশ।
দেশগুলো হলো ভারত, পাকিস্তান ও চীন।
ভারত নিয়ন্ত্রণ করে ১,০৫,০৬৯ বর্গকিলোমিটারের।
পাকিস্তান নিয়ন্ত্রণ করে ৭৮,৯৩২ বর্গকিলোমিটারের।
এবং
চীন নিয়ন্ত্রণ করে ৪২,৭৩৫ বর্গকিলোমিটারের।
ছবি-মানচিত্র জম্মু-কাশ্মীর |
জম্মু ও কাশ্মীর উপত্যকা এই দুই অঞ্চল নিয়ে জম্মু-কাশ্মীর কেন্দ্রীয় শাসন অঞ্চল গঠিত।
এর শীতকালীন রাজধানী জম্মু এবং গ্রীম্মকালীন রাজধানী শ্রীনগর।
কাশ্মীরের সৌন্দর্য বিশ্বখ্যাত। এখানে হিন্দু মন্দির থাকায় হিন্দুদের নিকট এটা পবিত্র তীর্থস্থান।
কাশ্মীর দেখতে এতোটাই সুন্দর যে এতে মোগল সম্রাট জাহাঙ্গীর একে দুনিয়ায় জান্নাত বলে আখ্যা দিয়েছেন।
ছবি-জম্মু-কাশ্মীরের দৃশ্য |
কাশ্মীরের গাছপালা,নদী-নালা,খাল-বিল,পাহাড়-পর্বত এতোটাই সুন্দর ও মনোমুগ্ধকর যে মনে হয় আল্লাহ নিজ হাতে একে সাজিয়ে রেখেছে।
এখানে প্রতিবছর লক্ষ লক্ষ দর্শনার্থী দেখতে আসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে।
এখানে শীতকালে শীত একটু বেশী এবং কুয়াশায় আছান্ন থাকে,তাই সে সময় দেখতে আরো সুন্দর দেখায়।আর গ্রীষ্মকালে গরমও একটু বেশি থাকে।
মাঝে মাঝে বৃষ্টি হয়।
বন্ধুরা আমরা প্রত্যেকে হয়তো জানি যে কাশ্মীরকে নিয়ে ভারত-পাকিস্তান এযাবৎ তিনবার যুদ্ধ হয়েছে।
কিন্তু এখন পর্যন্ত বিরোধের কোন সমাধান হয়নি।
চলুন জম্মু-কাশ্মীর প্রশাসন সমন্ধে একটু জেনে নিই।
জম্মু-কাশ্মীর ভারতের সংবিধানের ৩৭০ ধারা মোতাবেক পরিচালিত হতো।
৩৭০ ধারামতে স্বাধীন রাষ্ট্রের মতো এদের স্বতন্ত্র পতাকা রয়েছে।
জনসাধারণকে জাতীয় পরিচয় পত্র প্রদান করা হয়েছে।
আপনারা জানলে আচার্য্য হবেন যে, ৩৭০ ধারামতে জম্মু-কাশ্মীরের অধিবাসী ভারত বা পাকিস্তানের নাগরিকদের বিয়ে করলে,তার কাশ্মীরের নাগরিকত্ব চলে যাবে এবং ভারত কিংবা পাকিস্তানের জনগণ কাশ্মীরে এসে জমিজমা ক্রয় করতে পারবেনা।
ভারতের হাইকোর্টের বিচার কাশ্মীরা মানে না, এদের নিজস্ব বিচার বিভাগ রয়েছে।
ছবি-বিচার বিভাগ জম্মু-কাশ্মীর |
কাশ্মীরের নারী সম্পর্কে বললে অনেক কথা বলা যায়। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেভাবে তৈরি করা হয়েছে, সেইভাবে নারীদেরকেও আল্লাহ নিজ মহিমায় তৈরি করেছেন।
ছবির জম্মু-কাশ্মীরে নারী |
গত বছর ৫ আগস্ট ৩৭০ ধারা বাতিল করা হয়।
যার ফলে ভারত বা পাকিস্তান নর-নারীদের বিয়ে ও জমা জমির ক্রয়ের বাধা নেই।
এখানকার জনগণ শিক্ষা দীক্ষায় ভারত ও পাকিস্তানের জনগণের চেয়ে উন্নত।
জম্মু-কাশ্মীরে ৮৫% লোক মুসলমান। তাছাড়াও এখানে রয়েছে হিন্দু, শিখসহ অন্যান্য ধর্মাবলম্বী লোক।
এ সম্পর্কে আরো ভালোভাবে জানতে ও দেখতে নিচের ভিডিওটি লিংকে ক্লিক করুনঃ-
https://youtu.be/DhlCrSTtLqU
তো বন্ধুরা লেখাটি ও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন।
এবার তাহলে ইতি টানি। আবার দেখা হবে পরবর্তী লেখায় সেই প্রত্যাশায় বিদায় চাচ্ছি।
আল্লাহ হাফেজ।।
একটি মন্তব্য পোস্ট করুন