এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২০ ফলাফল ও পুনঃমুল্যায়নের আবেদন

এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২০ ফলাফল ও পুনঃমুল্যায়নের আবেদন

 
এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২০ ফলাফল ও পুনঃমুল্যায়নের আবেদন
এইচএসসি পুনঃমূল্যায়ন


 ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন  শিক্ষার্থী। ২০১৯ সালে ছিল ৪৭ হাজার ২৮৬ জন শিক্ষার্থী।
 এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর শতকরা হার ১১.৮৩ ভাগ। যা গত বছর এ হার ছিল ৩.৫৪ ভাগ।



 এইচএসসি ও সমমান পরীক্ষায় এ বছর শিক্ষার্থী সংখ্যা ছিল ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭। পাশের হার ১০০ ভাগ।






 বিগত বছরের ১ এপ্রিল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাস বৈশ্বক মহামারীর কারণে তা আর নেওয়া হয়নি। 





 সে কারণে অষ্টমের সমাপনী এবং এসএসসির ফলাফলের গড় করে ২০২০ সালের এইচএসসির ফল নির্ধারণ করা হয়েছে। 




 এইচএসসি ও সমমান ফল পুনঃমূল্যায়নের আবেদনঃ- 



 পরীক্ষা ছাড়াই প্রকাশিত এইচএসসি ও সমমানের ফল চ্যালেঞ্জের আবেদন গ্রহণ শুরু হয়েছে। 
৩১ জানুয়ারী,২০২১ থেকে এসএমএসের মাধ্যমে রিভিউ আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি,২০২১ পর্যন্ত শিক্ষার্থীরা ফল রিভিউ করে আবেদন করতে পারবেন।





 সেজন্য  ১২৫ টাকা ফি দিতে হবে ফল পুনঃমূল্যায়ন আগ্রহী শিক্ষার্থীদের।  ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফল পুনঃমূল্যায়ন করতে শিক্ষার্থীদের কাছে আবেদন চেয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। 






 ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম আমিরুল ইসলাম বলেন যে পুনঃমূল্যায়নের আবেদন আমরা নিচ্ছি। টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এই আবেদন করা যাচ্ছে। তাতে প্রত্যেক শিক্ষার্থীর আবেদন খরচ হচ্ছে ১২৫ টাকা।





 ১১টি শিক্ষা বোর্ডের সাড়ে ১৩ লাখের বেশি শিক্ষার্থীর ফল প্রকাশ হচ্ছে। ফলে অসন্তুষ্ট হলে শিক্ষার্থীরা তা চ্যালেঞ্জ করার সুযোগ পাচ্ছেন। এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীদের ফল রিভিউয়ের আবেদন নেয়া হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো। 






 পুনঃমূল্যায়নের নিয়ম( সাধারন শিক্ষা)ঃ- 


 শুধুমাত্র টেলিটক সিম থেকেই ফল রিভিউয়ের আবেদন করা যাবে। সাধারণ ধারার শিক্ষার্থীদের প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে  write text  ফিল্ডে REV লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখতে হবে। 





তারপর আবার একটি স্পেস দিয়ে রোল লিখে ১৬২২২ নম্বরে এসএমএস সেন্ট করতে হবে।  

 উদাহরণ স্বরুপঃ- একজন শিক্ষার্থীর রোল-১০২০৩০ বোর্ড দিনাজপুর/Dinajpur write text:- REV Din 102030 send 16222. মেসেজ সেন্ড হলে টেলিটক থেকে পিন নম্বরসহ একটি এসএমএস আসবে। পিন নম্বরটি সংগ্রহ করতে হবে। 




 এরপর আবারও মেসেজ অপশনে গিয়ে REV লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে ‘পিন নম্বর’ লিখে স্পেস দিয়ে যেকোন অপারেটরের নিজস্ব মোবাইল নম্বার লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। 





 পুনঃমূল্যায়নের নিয়ম( মাদ্রাসা শিক্ষা)ঃ- 


 আলিমের ফল চ্যালেঞ্জ করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে REV লিখে স্পেস দিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখতে হবে। এরপর স্পেস দিয়ে রোল লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।  



 উদাহরণ স্বরুপঃ- একজন শিক্ষার্থীর রোল-৫৫৬১০ বোর্ড Madrasha write text:- REV Mad 55610 send 16222 মেসেজ সেন্ড হলে টেলিটক থেকে পিন নম্বরসহ একটি এসএমএস আসবে। পিন নম্বরটি সংগ্রহ করতে হবে।




 তারপর আবারও মেসেজ অপশনে REV লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে ‘পিন নম্বর’ লিখে স্পেস দিয়ে নিজস্ব মোবাইল নম্বর (যেকোন অপারেটরের) লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। 





 এইচএসসি ও সমমানের ফল রিভিউয়ের আবেদন করতে শিক্ষার্থীদের একশত পচিশ টাকা ফি দিতে হবে। কোন আবেদন ম্যানুয়ালি নেয়া হবে না বলেও জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো। 

পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় এ বছর বিষয়ভিত্তিক কোনো আবেদন নেওয়া হচ্ছে না বলে জানান। 





 আরো শিক্ষার খবর পেতে নিচের লিঙ্কগুলতো ক্লিক করুনঃ- 


 





Post a Comment

নবীনতর পূর্বতন