মানব অ্যানাটমী |
মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ এর শ্রেণীবিভাগ ও বর্ণনা সম্পর্কে আজকের আর্টিকেলে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি।
মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ গুলোকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। যথা-
১। মাথা ও গলা,
২। দেহকান্ড বা ধড়,
৩। হাত-পা।
১। মাথা ও গলাঃ-
মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ গুলোর মধ্যে সবার উপরের অংশ হচ্ছে মাথা ও গলা।
গলা মাথার সাথে যৃুক্ত থাকে।
মাথার আবার দুটি অংশ।
যেমন-
(।) মস্তিষ্ক ও তার যন্ত্রাদি বা brain
(।।) মুখ-মন্ডল বা face
২। দেহকান্ড বা ধড়ঃ-
মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ এর মাঝখানের অংশ হচ্ছে -ধড় বা দেহকান্ড।
এর মধ্যে প্রধান যন্ত্রাদি হলো-
থোরাক্স বা বক্ষপিঞ্জর,
হৃদপিন্ড বা হার্ট,
ফুসফুস বা লাঞ্চ দুটি,
শ্বাসনালী বা Trachea ও Bronchi,
খাদ্যনালী বা Oesophagus
ডায়াফ্রাম ব্যবচ্ছেদ পেশীঃ-
মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ এর মধ্যে-
এটি হলো একটি পেশী। যা উপরের দিকে বেঁকে আছে এবং বুক ও পেট কে দুইভাগে ভাগ করেছে।
এর উপরে রয়েছে বুক বা Chest বা Breast ও নিচের দিকে পেট বা Abdomen
বুককে ৪ নং ভার্টিব্রা ও স্টারনাম এর মেনুবেরিয়াম সাথে যুক্ত হয়ে একটি কল্পিত রেখা দিয়ে দুইভাগে বিভক্ত।
আবার এই রেখাটি সামনে পিছনে দুটি ভাগে ভাগ করাসহ মোট তিনটি ভাগ হলো-
(1) Superior Mediastinum,
(2) Middle Mediastinum,
(3) Posterior Mediastinum.
মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ এর মধ্যে ডায়াফ্রামের নিচের অংশে থাকে-
পাকস্থলী বা Stomach,
পরিপাক যন্ত্র-ক্ষুদ্রান্ত-বৃহদান্ত বা Intesttines,
যকৃত বা Liver,
প্লীহা বা Spleen,
পিত্তথলি বা Gall Bladder,
ক্লোম বা অগ্ন্যাশয় বা Pancreas,
বৃক্ক বা Kidney,
মুত্রথলী বা Urinary Bladder,
মুত্রনালী বা মুত্রবাহী নালী।
এছাড়া আরো রয়েছে
মহাধমনী বা Aortary,
মহাশিরা বা Inferior Vena Cava.
তার নিচে রয়েছে-
জননতন্ত্র বা Reproductive Organ.
পেটের অংশগুলি নয়টি। তা হলো-
উপরের তিনটি ভাগ-
Right Hypochondriac,
Epigastric,
Left Hypochondriac.
মাঝের তিন ভাগ-
Right Lumber,
Umbilical,
Left Lumber
নিচের তিনটি ভাগ-
.Right Iliac,
Hypochondriac,
ও
Left Iliac.
বক্ষপিঞ্জর |
৩। হাত-পাঃ-
মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ এর মধ্যে হাত-পা কে নিম্নোক্ত অংশে বিভক্ত করা যায়।(।) হাতের অংশ-
বাহু বা Arm,
কনুই বা Elbow,
নীচের হাত বা Forearm,
কব্জি বা Wrist,
হাত বা Palm,
আঙ্গুল বা Fingers,
(২) পায়ের অংশঃ-
উরু বা Thigh,হাঁটু বা Knee,
নীচের সন্ধি বা Ankle,
পদতল বা Foot,
পায়ের আঙ্গুল বা Toes
মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ এ
মানবদেহের পুরা শরীরে মোট ২০৬ টি হাড় দ্বারা গঠিত। এই সব হাড় মিলে যুক্ত হয়ে মানব কংকাল বা skeleton তৈরি হয়।
মানবদেহের হাড়গুলো শরীর নড়াচড়া ও শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ নিরাপত্তা দিতে যথেষ্ট কাজ করে। এগুলোকে শরীরের প্রহরি বলা যায়।
মানবদেহের মৌলিক গঠনতন্ত্র যন্ত্রাদি হলো-
১। হাড় বা bone
২। সন্ধি বা Joint
৩। পেশী বা Muscle
৪। যন্ত্রাদি বা Viscera
৫। স্নায়ু বা Nerve
মানব কংকালের হাড় বা bone গুলোকে কয়েকটি অংশে ভাগ করা যায়।
এই জাতীয় ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।
এ সাইটে আরো কিছু শিক্ষা সম্পর্কিত আর্টিকেল পড়ুন।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত অবস্থা বুঝে।
আরও ১০ দিনের জন্য বাড়ল লকডাউন।
আবারো বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি।
একটি মন্তব্য পোস্ট করুন