মানবদেহের অ্যানাটমীর ধড় বা Trunk-এর অঙ্গ-প্রত্যঙ্গ সম্পর্কে শিখবো

মানবদেহের অ্যানাটমীর ধড় বা Trunk-এর অঙ্গ-প্রত্যঙ্গ সম্পর্কে শিখবো

 

মানবদেহের অ্যানাটমীর ধড় বা Trunk
Human Thorax

মানবদেহের অ্যানাটমীর ধড় বা Trunk-এর অঙ্গ-প্রত্যঙ্গ সম্পর্কে শিখবো

মানবদেহের অ্যানাটমীর দ্বিতীয় অংশ ধড় বা Trunk বলতে বুঝায় বুক এবং পেটকে। ধড়কে দুইভাগে ভাগ করা হয়। 


যথাঃ (১)Thorax বা বুক

এবং (২) Abdomen বা পেট।




(১)বুক বা Thoraxঃ-


বুক বা Thorax বলতে আমরা বুঝি মানবদেহের মাথা বা গলার নিচের অংশ ও পেটের উপরের অংশকে বুক বা Thorax বলা হয়।




মানবদেহের গুরুত্বপূর্ণ অংশ এই বুক বা Thorax,

এর মধ্যে রয়েছে বক্ষপিঞ্জর, মেরুদণ্ড, ক্লাভিকেল,রিব, হার্ট,ফুসফুস, যকৃত,পাকস্থলী, পিত্তথলি ইত্যাদি।



মানবদেহের অ্যানাটমীর ধড় বা Trunk-এর অঙ্গ-প্রত্যঙ্গ
Human anatomy 



ডায়াফ্রাম নামক একটি পেশীর উপরের দিকে কনভেক্স বা পিরামিড আকৃতির থাকে। এই ব্যবচ্ছেদ পেশী দিয়ে ধড় বা Trunk কে দুই ভাগে ভাগ করা হয়েছে।




পিছনের দ্বিতীয় ও তৃতীয় Thoracic vertebra সন্ধির লেভেল থাকে Sternum.

Sternum-এর নিচের অংশ বা Xyphoid process থাকে নবম ও দশম Thoracic vertebra লেভেলে।




পিছনের চতুর্থ ও পঞ্চম Thoracic vertebra সন্ধির লেভেলে থাকে Manubrium ও Body জংশনে Angle of Louis.




Angle of Louis-দ্বিতীয় রিবে যুক্ত থাকে। রিবের নিচে Margin বা Costal Margin থাকে, যা হাত দিয়ে অনুভব করা যায়। দুর্বল লোকদের এই Margin বাহিরে দিয়ে দেখা যায়।




ফুসফুসের অগ্রভাগে Collar bone বা  Clavicle পর্যন্ত উঠে যায়। 

১২ নং Thoracic vertebra এবং প্রথম Lunber vertebra-এর সন্ধি হলো ডানদিকের কিডনীর মাথা। এটি নিচে ৪ নং Lumber vertebra পর্যন্ত বিস্তৃত।




বাঁ-দিকের কিডনী ডানদিকের কিডনী অপেক্ষা হাফ বা আধা ইঞ্চি উপরে থাকে। বাম কিডনীর উপরে বামদিকে থাকে প্লীহা বা Spleen.




এটি নয়,দশ ও এগারো নং Rib-এর পিছনে থাকে। পিছনের দিকে ৭ নং Cervical vertebra -এর Spine টি কাঁধের পিছনে বোঝা যায়। তাই এটির নাম হলো-Vertebra Prominens.




এবার হার্টের এপেক্স বীট পাওয়া যায় বামদিকের Nipple থেকে আধা ইঞ্চি নিচে ও পিছনে। পঞ্চম  Intercostal Space-এর শব্দ শোনা যায় Mid line থেকে আধা ইঞ্চি বাঁদিকে।



মানবদেহের অ্যানাটমীর ধড় বা Trunk সম্পর্কে আলোচনা
Thoracic organ



(২) Abdomen বা পেটঃ-

মানব শরীরের বুক বা chest বা breast -এর নিচ থেকে কোমরের উপর পর্যন্ত অংশকে Abdomen বা পেট বলা হয়। 



abdomen বা পেটের মাঝামাঝি যে রেখা দেখা যায়, তাকে বলা হয় Linea alba. এই রেখার উপরে থাকে নাভি বা Umbilicus. 


xyphoid process থেকে নিচে  symphysis pubir পর্যন্ত নেমে এসেছে এই linea alba.



নাভি থেকে দুইদিকে এক সরল রেখা টানলে তার উপরে Anterior Superior Ileac Spine অনুভব করা যায়।




ডানদিকে এই spine ও নাভিতে একটি রেখা দ্বারা যুক্ত করে, তার মাঝের এক-তৃতীয়াংশ ও বাহিরে যে পয়েন্ট যুক্ত হয়েছে,একে বলা হয় Macburney's point.


এখানে এপেনডিক্স থাকে। আর এপেন্ডিসাইটিসের ব্যথা এখান থেকে শুরু হয়।




stomach বা পাকস্থলী থাকে পেটের উপরের দিকের বামসাইটে। নিচের দিকের রিব ও কার্টিলেজের নিচের দিকে এর কিছু অংশ থাকে।



পেটের অংশে রয়েছে গল ব্লাডার,লিভার,ফুসফুসের নিচের অংশ। ডিওডেনাম, ইলিয়াক ফোসা,কোলন।এখানে আরো রয়েছে abdomenal aorta.




এর পরে পোস্টে মানব শরীরের নিচের অংশ হাত-পা সম্পর্কে আলোচনা করবো।



Post a Comment

নবীনতর পূর্বতন