মানবদেহের অ্যানাটমীর মধ্যে তৃতীয় অংশ হাত-পায়ের Surface Marking

মানবদেহের অ্যানাটমীর মধ্যে তৃতীয় অংশ হাত-পায়ের Surface Marking

মানবদেহের অ্যানাটমীর হাত-পায়ের Surface  Marking
মানব হাত-পায়ের




মানবদেহের অ্যানাটমীর মধ্যে তৃতীয় অংশ হাত-পায়ের Surface  Marking বলতে  হাত-পায়ের Superior ও Inferior extremity কে বুঝানো হয়।
হাত এবং পা কে আলাদা আলাদা দুটি ভাগে ভাগ করে Surface  Marking করা যায়। এই দুটি হলোঃ-

১.হাতের Surface  Marking


এবং


২.পায়ের Surface  Marking


৩.উপসংহার



১.হাতের Surface  Markingঃ-

দেহের হাড়গুলো বিভিন্ন পয়েন্টে অনুভব করা যায়।বৃদ্ধাঙ্গুলের নিচে দুটি Muscle Tendon দিয়ে anatomical snuff box এর ভিতরের দিকে palmar surface ও Radial artery যাতে Radial puls অনুভব করা যায়।



কনুইয়ের ঠিক সামনে Cubital fossa-এর এখানে Brachial Artery- কে Radial ও Ulna দুটি ভাগে ভাগ করা যায়। এদের মাঝখান দিয়ে Median Nerve  চলে গেছে।



কব্জির সামনে হাতের সব মাসলের টেনডন দেখা যায়। কনিষ্ঠাঙ্গুলটি দিকে Ulnar muscles এবং বৃদ্ধাঙ্গুলের দিকে Radial Muscles থাকে।  বাহুর সামনের দিকে Biceps muscle এবং পিছনের দিকে Triceps muscle থাকে। বাহুর উপরের দিকে বাহিরে Deltroid muscle রয়েছে, যেখানে IM  বা Intramuscular ইনজেকশন পুশ করা হয় বা দেয়া হয়।






মানবদেহের অ্যানাটমীর হাত-পায়ের Surface  Marking
মানব অ্যানাটমীর palm


এবার আসা যাক হাতের চেটো বা তালু বা palm-এর বিভিন্ন অংশ। বুড়ো আঙ্গুলের নিচে উচু অংশকে বলা হয় Thenar eminense এবং কনিষ্ঠ আঙুলের সোজা নিচের দিকে রয়েছে Hypothenar eminense আছে।এদের মধ্যে দিয়ে রয়েছে ত্রিভুজাকৃতির palmar facia.




২.পায়ের Surface  Marking:-

পায়ের সামনের দিকে Inguinal ভাজ এবং Inguinal ligament দেখা যায়। সামনের ভিতরের দিঁকে থাকে Femoral Triangle. সামনের নিজের দিকে Quadriceps আছে।  হাঁটুর সামনে patela এবং তার নিচে Ligamentum Patela এর অবস্থান।

 

মানবদেহের অ্যানাটমীর হাত-পায়ের Surface  Marking
অ্যানাটমী পা



তার পিছনে রয়েছে Gluteal fold টি। হাঁটুর বিপরীদে বা পিছনের দিকে আছে popliteal fossa. সেখানে আরো রয়েছে femoral artery anterior ও Posterior tibial artery.  এখানে poplital vein ও থাকে।




পায়ের গোড়ালীতে calcanium bone টি অনুভব করা যায়।বাহিরের দিকে ৫ নং মেটাটারসেল হাড়ের গোড়াতে একটু উঁচুতে তা হাত দিলে বোঝক যায়।
ভিতরের দিকে Head of the talus bone  টি অনুভব করা যায়।


Tendo calcanium tendon টি গোড়ালির উপর অবস্থান।তবে অনেক মোটাসোটা মহিলাদের এটি চর্বি দ্বারা ঢাঁকা থাকে।বুড়ো আঙ্গুলের  phallanx-এ মেটাটারসেল জয়েন্টটি বেশ ভাল অনুভব করা যায়।



Medial malleolus এর পেছনে posterior tibial artery স্পন্দন অনুভব করা যায়। Tibalis anterior-এর Tendon পায়ের dorsum  এ দেখতে পাওয়া যায়।



হাতে যেমন palmar Arch থাকে, পায়েও তেমনি plantar arch - Superfacial and deep নামের দুটি Arch থাকে। Hand of Tibia, Fibula ও Femur এর দুটি Condyle এ দেখা যায়।




৩.উপসংহারঃ-

মানবদেহের হাড়গুলো মোট সংখ্যা হলো ২০৬ টি। এদের মধ্যে হাত ও পায়ের হাড়ের  Surface  Marking সম্পর্কিত সংযোগ ও অবস্থান সম্পর্কে আলোচনা করা হলো।


পরের পর্বে Osteology বা সারা দেহের অস্থি বা হাড় সম্পর্কে আলোচনা করবো।



ভিডিও




 

এই বিষয় সম্পর্কিত কয়েকটি পোস্টঃ-


মানবদেহের অ্যানাটমীর ধড় বা Trunk-এর অঙ্গ-প্রত্যঙ্গ সম্পর্কে আলোচনা

মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ এর শ্রেণীবিভাগ ও বর্ণনা

ডক্টরস-ট্রিপস বাংলার আলোচ্য বিষয়সমুহ



Post a Comment

নবীনতর পূর্বতন