বিনা খরচ ও শ্রম ছাড়াই পুষ্টিকর ফল পেঁপের চাষাবাদ ও বাম্পার ফলন

বিনা খরচ ও শ্রম ছাড়াই পুষ্টিকর ফল পেঁপের চাষাবাদ ও বাম্পার ফলন


বিনা খরচ ও শ্রম ছাড়াই পুষ্টিকর ফল পেঁপের চাষাবাদ ও বাম্পার ফলন



বিনা খরচ ও শ্রম ছাড়াই পুষ্টিকর ফল পেঁপের চাষাবাদ ও বাম্পার ফলন।






পেঁপে


বাংলায় নাম|পেঁপে বা পাঁপিয়া

------------------|-----------------------

ইউনানি নাম|পাপিতা বা আরানড খরবূজা

আয়ুর্বেদিক নাম | অমৃততুম্বী

ইংরেজি নাম|Papaya.

বেজ্ঞানিক নাম|Carica papaya

বর্গ|Brassicales

পরিবার|Caricaceae

গণ|Carica

প্রজাতি|C. papaya




 এটি একটি ফল যা আমরা কাঁচা বা  সবুজ অবস্থায় সব্জি হিসেবে এবং পাকা অবস্থায় ফল হিসাবে খেয়ে থাকি। এর অনেক ভেষজ গুণও রয়েছে। 









# পেঁপের প্রকারভেদ


বর্তমান বাংলাদেশে কয়েকজাতের  দেখা যায়।

জাতগুলো হচ্ছে-


>১.দেশি পেঁপে (গোল)

২.দেশি পেঁপে(লম্বাটে)

৩.থাই পেঁপে

৪.টপ লেডি

৫.গ্রীন লেডি

৬.রেড লেডি ইত্যাদি।






# পেঁপের চারা সংগ্রহ


আমরা বাজার থেকে পাকা পেঁপে কিনে এনে খাওযার পর বীজগুলো মাটিতে কোথাও ফেলে রাখলে, এগুলো ২০ থেকে ১৫ দিনের মধ্যে গজাবে।









# পেঁপের চারা রোপণ


চারা সংগ্রহের পর বাড়ীর আশেপাশে একটু ফাঁকা জায়গা থাকলে, সেখানে  ৬০×৬০(চওড়া×গভীর) সেন্টিমিটার গর্ত করে পেঁপের চারা রোপণ করতে হয়।


 অথবা ছাদবাগানের টবে মাটি তৈরি করে পেঁপের চারা রোপণ করতে পারি।








# পেঁপের চারার যত্ন


বাড়ীতে পেঁপের  চারা রোপণ করলে সার বা কীটনাশক বা সেবা যত্ন ছাড়াই দিন দিন বেড়ে উঠতে থাকে। পেঁপে গাছে কোন প্রকার কীটপতঙ্গের বাবদ নেই।


















# পেঁপের মুকুল আসার সময়


দেশি পেঁপের গাছে ৬ থেকে ৭ মাসের মধ্যে মুকুল এসে পেঁপে ধরা শুরু হবে।


আর রেড লেডি বা গ্রীন লেডি বা টপ লেডি মাত্র ২ মাসের মধ্যে মুকুল এসে পেঁপে ধরা শুরু হয়।







# পেঁপে গাছের আয়ুষ্কাল


একটি দেশি পেঁপে গাছ, তার ৬ মাস বয়স হতে ১০/১২ বছর পর্যন্ত বিরতীহীনভাবে  ফল দান করে থাকে।

যদি গাছটি ঝড় বা বাতাস বা প্রাকৃতিক সুর্যোগে ক্ষতিগ্রস্ত না হয়ে থাকে।




আর হাইব্রীড জাতীয় পেঁপে ২ মাস থেকে ৫/৭ বছর পর্যন্ত বিরামহীনভা্বে ফল দান করে থাকে



Post a Comment

নবীনতর পূর্বতন