আজ বৈশাখী ভাতার চেক ছাড় হচ্ছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিদের ও এসএসসি পরীক্ষার্থীদের আবার ফরম ফিলাপের সুযোগ

আজ বৈশাখী ভাতার চেক ছাড় হচ্ছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিদের ও এসএসসি পরীক্ষার্থীদের আবার ফরম ফিলাপের সুযোগ

আজ বৈশাখী ভাতার চেক ছাড় হচ্ছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিদের

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিদের। দেশের এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের ১৪২৭ বঙ্গাব্দের ২০ শতাংশ বৈশাখী ভাতার চেক ছাড় হচ্ছে আজ সোমবার। 


আজ বৈশাখী ভাতার চেক ছাড় হচ্ছে

গতকাল রোববার (১১ এপ্রিল) শিক্ষা প্রশাসনের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছেন, গতকাল রোববার তারা একটু চেষ্টা করলে পারতেন চেক ছাড় দিতে।

কিন্তু তাড়াতাড়ি ব্যাংক বন্ধ হওয়ায় চেক ছাড় করা যায়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন ।

তাই আজ সোমবার সকাল ১০ টায় চেক ছাড় হলে  ১৯ এপ্রিল পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা বৈশাখী ভাতার টাকা তুলতে পারবেন।  

বেসরকারি শিক্ষক-কর্মচারিদের অভিযোগ, কতিপয় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তার উদাসীনতা ও অবহেলায় এবার পহেলা বৈশাখের আগে বৈশাখাী ভাতা হাতে পাচ্ছেন না এমপিওভুক্ত শিক্ষকরা।

অথচ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজ ও স্কুল শিক্ষকরা ১০ এপ্রিলের মধ্যেই টাকা পেয়েছেন। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও বৈশাখী ভাতার টাকা পেয়েছেন।

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ বৈশাখী ভাতা পাবেন। এবার বৈশাখী ভাতা বাবদ স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের মোট ১৪৬ কোটি ৬৫ লাখ টাকা দেয়া হবে।



এর বাইরে মাদরাসা ও কারিগরির শিক্ষকরা রয়েছেন।



এসএসসি পরীক্ষার্থীদের আবার ফরম ফিলাপের সুযোগঃ-



এসএসসি পরীক্ষার্থীদের আবার ফরম ফিলাপের সুযোগঃ



ফাইন ছাড়া এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় শেষ হয়েছে। এ মুহুর্তে শিক্ষার্থীদের ফরম পূরণ স্থগিত করা হয়েছে

লকডাউনের পর আবারও বিলম্ব ফি ছাড়াই এসএসসির ফরম পূরণের সুযোগ দেয়া হবে শিক্ষার্থীদের।

গতকাল রোববার (১১ এপ্রিল) ঢাকা বোর্ডের চেয়ারম্যান এ খবর নিশ্চিত করেছেন।

চেয়ারম্যান বলেন, বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের সময় শেষ হয়েছে।
এ মুহুর্তে ফরম পূরণ স্থগিত করা হয়েছেশিক্ষার্থীদের ফরম পূরণে ফের সুযোগ দেয়া হবে।

চলমান লকডাউনের পর সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান।

ইতোপুর্ব আমরা শিক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ানোর ঘোষণা দিয়েছি। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের নতুন সময়সূচি দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের জানিয়ে দেয়া হবে।

আর ফরম পূরণে অতিরিক্ত টাকা নেয়া হলো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

অধ্যাপক নেহাল আহমেদ আরও বলেন, এ মুহুর্তে আলোচনা করা কঠিন। লকডাউনের কারণে আলোচনা করতে পারছি না।

আমাদের পরীক্ষা নিয়ন্ত্রক ও বিদ্যালয় পরিদর্শকও করোনা ভাইরাসে আক্রান্ত।
এ পরিস্থিতিতে লকডাউনের পরে আমারা আলোচনা করে শিক্ষার্থীদের ফরম পূরণে ফের সুযোগ দেয়া হবে।

তার আগে গত ৭ এপ্রিল ঢাকা বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ বিস্তারের কারণে বিলম্ব ফি ছাড়া এসএসসি পরীক্ষা-২০২১-এর ফরম পূরণের সময় বর্ধিত করে নতুন সময়সূচি জানিয়ে দেয়া হবে।

এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করার কোনো সুযোগ নেই। ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের কোনো অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।





আরো জানতে এখানে চাপুন।






এই সাইটে আরো কিছু পোস্ট সমূহঃ-

স্বরাষ্ট্রমন্ত্রীর হুশিয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কঠোর কর্মসূচি ও হরতাল পালিত।


এনটিআরসিএ এর অধীনে নিবন্ধনধারীদের ভাগ্যে কি আছে?



বেসরকারি শিক্ষকদের জন্য ইএফটি কতোটা বাস্তবায়িত হচ্ছে তা নিয়ে শিক্ষকদের শঙ্কা









Post a Comment

নবীনতর পূর্বতন